বার্তা : মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প - ২০৪১ এর মাধ্যমে উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্র্য ও নিরক্ষরতা মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে জনগনের দোরগোড়ায় দ্রুততম সময়ে সরকারী সেবা পৌছানো এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন তথা উপজেলা পরিষদ অনলাইন সেবাসহ তথ্যসেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন Aspire 2 Innovate (A2I) কর্মসূচীর তত্ত্বাবধানে সাঁথিয়া উপজেলা পোর্টাল নির্মান করা হয়েছে। এর মাধ্যমে সাঁথিয়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক তথ্যাদিসহ সার্বিক চিত্র জানা যাবে। সাঁথিয়া উপেজেলার পোর্টাল (www.santhia.pabna.gov.bd) ভিজিট করে সুচিন্তিত মতামত এবং পরামর্শ প্রদানের জন্য সকল স্তরের জনগনকে অনুরোধ জানানো হলো।
(মো: মাসুদ হোসেন )
উপজেলা নির্বাহী অফিসার
সাঁথিয়া,পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস