Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ক্ষেতুপাড়া জমিদার বাড়ী
বিস্তারিত

রাজা পার্বতী রায় ক্ষেতুপাড়ার জমিদার ছিলেন। তিনি ১৫৪টি মৌজার জমিদারী পরিচালনা করেন। তিনি ১৯৫২ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত ২৮ বছর জমিদারী পরিচালনা করেন। তার ৪ পুত্র ছিল; ১মপুত্র- ব্যামা চরণ,,২য়  পুত্র- শ্যামা চরণ, ৩য় পুত্র- প্রমোদা চরণ এবং ৪র্থ পুত্র- হরেন্দ্র । এরা সবাই পাবনার কাচারী পাড়ায় গ্লোব ম্যানশনে বসবাসরত অবস্থায় মৃতুবরণ করেন। পার্বতী রায়ের ২য়ঢ পুত্র শ্যামাচরণ রায় প্রায় ৭/৮ বছর জমিদারী পরিচালনা করেন।

 

অবস্থান:

পাবনা - কাশিনাপুর -নগড়বাড়ি মহা সড়কের চিনাখড়া নামক স্থান হতে  চিনাখড়া-ক্ষেতুপাড়া-গৌরিগ্রাম-সাঁথিয়া সড়কের ক্ষেতুপাড়া নামক স্থানে এই জমিদার বাড়ীর অবস্থান। এটির পর্যটন সম্ভাবনা রয়েছে। পৃস্ঠপোষকতা প্রয়োজন।