Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“ জীবনব্যাপী সক্ষমতা “ এই প্রতিপাদ্য বিষয়ে সাঁথিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৪ যথাযথ মর্যাদায় উদযাপিত ।
বিস্তারিত

 “ জীবনব্যাপী সক্ষমতা “ এই প্রতিপাদ্য বিষয়ে সারা দেশের ন্যায় জাতীয় কর্মসূচীর সংঙ্গে সংগতি রেখে সাঁথিয়া উপজেলায় গত ১২/১০/২০১৪ খ্রি: তারিখে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । অদ্য ১৩/১০/২০১৪ খ্রি: তারিখে সকাল ১০.৩০ মিনিটে বণ্যাঢ্য র‌্যালীত্তোর আলোচনা সভা সাথিয়া উপজেলা ট্রেনিস মাঠে অনুষ্ঠিত হয় ।

 

উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষিদ, সাথিয়া,পাবনা। 

 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্ত্বব্য প্রদান করেন জনাব মো: মহিদুল ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাথিয়া, পাবনা।

 

এছাড়াও আরও বক্তব্য রাখেন ডা: মো: জামাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা,সাথিয়া, পাবনা।

 

 উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন জনাব মো: শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া,পাবনা। 

 

 আলোচনা সভায় দুর্যোগ পর্ব ও পরবর্তী করণীয় সম্পর্কে প্রধান অতিথি ও অনন্যা বক্তাগণ পরামর্শ প্রদান  করেন ।

 

 আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ।

 

        মাধ্যমিক পর্যায়ে :

১।  ১ম পুরস্কার - সামিয়া সুলতানা (সাথী ) 

 

২। ২য় পুরস্কার  - তাসনিয়া জাহান রজনী 

 

৩। ৩য়  পুরস্কার -  অনিকা ইসলাম অবন্তি

 

        প্রাথমিক পর্যায়ে :

 

১।  ১ম পুরস্কার - আকাশ

 

২। ২য় পুরস্কার - সামিয়া  হক

 

৩। ৩য়  পুরস্কার - এস.এম. ওয়াকিল মাহমুদ 

 

 সান্তনা পুরস্কার :

এস.এম. ওয়ালি মাহমুদ ( রাজিন )  

 

 

 

 

 

 

ছবি
ছবি
ডাউনলোড