Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইছামতি নদী
বিস্তারিত

  

ইছামতি পাবনা জেলার অন্যতম প্রধান নদী। কয়েক শতাব্দী ধরে এ অঞ্চলের জনজীবনের সুখ-দু:খের প্রত্যক্ষ সংগী হয়ে আছে এই ইছামতি। সম্রাট জাহাংগীরের আমলে ইসলাম খাঁ(শাসনকাল ১৬০৮-১৬১৬) সৈন্য পরিচালনার সুবিধার কথা বিবেচনা করে ইশা খাঁকে দিয়ে একটি খাল খনন করান। যমুনার সাথে সংযোগ স্থাপনের জন্য খননকৃত এই খালই পরবর্তীতে ইছামতি নামে পরিচিত হয়। ১৮৮১ হতে ১৮৯১ সালের দিকে পদ্মা ১০মাইল পম্চিম দিক থেকে শুরু করে পূর্ব উত্তর দিকে বাঁক নেয়। পাবনা শহরের ৭ মাইল দক্ষিণ পূর্বে দোগাছির কাছে পদ্মা থেকে ইছামতি নদীর উতপত্তি দক্ষিণ পশ্চিমে বাজিতপুরে সরে যায়। এই স্থান থেকে নদীটি এঁকে বেঁকে পাবনা শহরের ভেতর দিয়ে সোজা মালঞ্চির দিকে বাঁক নেয়।  এরপর ক্রমে আতাইকুলার পাশ দিয়ে সাঁথিয়া হয়ে বেড়া সদরের কাছে হুরা সাগরে মিলিত হয়েছে। ইসা খাঁ এর নামানুসারে নামকরণ হয়েছে ইছামতি।

 

ইছামতি নদীর মূল স্রোত নদী শাসনের মাধ্যমে গতি পরিবর্তন করে সাঁথিয়া  উপজেলায় তাকে ইছামতি লেকে পরিবর্তন করা হয়েছে। বেড়া উপজেলায় অবস্থিত পাম্প হাউজের মাধ্যমে যমুনা নদীর পানি ব্যবহার করে এই লেকটি সাঁথিয়া উপজেলার বিস্তির্ন এলাকা সেচ কার্যে ব্যবহ্রত হচ্ছে।একই সাথে এটিকে জলমহল হিসাবে ব্যবহার করে মৎস্য সম্পদ বৃদ্ধিতে কাজে লাগানো হচ্ছে।