সিরাজগঞ্জ জেলার শেষ সীমান্তে, পাবনা জেলার প্রবেশ দ্বারে নির্মিত
শহীদ এম.মনসুর আলী স্মৃতি গেট
শুভ উদ্ধোধন
প্রধান অতিথি : জনাব মোহাম্মদ নাসিমএম.পি
মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেনঃ জনাব এ্যাড.শামসুল হক টুকুএম.পি
(সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)
সাধারণ সম্পাদক,পাবনা জেলা আওয়ামী লীগ।
জনাব এম. সাইদুল হক চুন্নু
প্রশাসক, জেলা পরিষদ,পাবনা।
জনাব আলহাজ আব্দুল বাতেন,
মেয়র,বেড়া পৌরসভা,বেড়া,পাবনা।
স্থান : পাটগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাঁথিয়া,পাবনা।
তারিখ : ২৯ /১০/ ২০১৪ খ্রি:
সময় : বিকাল ৫.০০ ঘটিকা
সভাপতিঃ জনাব মোঃ জহুরম্নল হক মাষ্টার, বীর মুক্তি যোদ্ধা, সভাপতি,নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ,সাঁথিয়া,পাবনা।
সার্বিক পরিচালনায়ঃ মোঃ সোহেল রানা জাকাত
(মেম্বর,০৬ নং ওয়ার্ড) অর্থ সম্পাদক, নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ,সাঁথিয়া,পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস