Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাঁথিয়া উপজেলায় নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান সম্পন্ন।
বিস্তারিত

 


পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১৭/০৭/২০১৬খ্রি: বিকাল ৪.০০ ঘটিকার সময় সাঁথিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মাকসুদা বেগম সিদ্দিকা নব নির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট জনাব সালমা খাতুন, সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম এবং সরকারি কমিশনার (মুল্যায়ন) স্থানীয় সরকার শাখা মুহাঃ আবু তাহের ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দ উপস্থিতি ছিলেন। শপথ বাক্য পাঠ করানোর আগে উদ্যোক্তাদের সাথে চুক্তিপত্র সম্পাদন করে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পাবনা স্যার ।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উদ্যোক্তারা তৃর্ণমুলে পর্যায়ে সারা বাংলাদেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এ কথা তুলে ধরে নবনির্বাচিত চেয়ারম্যানদের সহযোগীতা করার জন্য বলেন। 

 

নব নির্বাচিত চেয়ারম্যানগণের নাম -

০১। মো: জয়নাল আবেদীন,গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০২। মো: রবিউল ইসলাম,নন্দনপুর ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৩। মো: হারুন অর রশিদ,নাগডেমরা ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৪। জরিফ আহম্মদ,ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৫। মো: সালাহ উদ্দিন খাঁন,ধোপাদহ ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৬। মো: আবু ই্উনুস,ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৭। মো: মুনসুর আলম,ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা। ০৮। মীর মনজুর এলাহী,কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ,সাঁথিয়া,পাবনা

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
20/07/2016