মুক্ত মঞ্চ "স্বাধীনতা সোপান"
সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থায়ী একটি মঞ্চ নির্মাণ করার ইচ্ছে ছিল প্রথম থেকেই। বিভিন্ন কারনে হয়ে উঠছিল না। অবশেষে নির্মাণ করা হলো মঞ্চ। নতুন প্রজন্মের কথা চিন্তা করে মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নিজেই ডিজাইন করলাম। মঞ্চটির স্থাপত্য তাৎপর্য নিন্মে তুলে ধরা হলোঃ
১। মঞ্চটির দৈর্ঘ্য ২৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট, যা দ্বারা মহান স্বাধীনতা দিবস(২৬ মার্চ) ও বিজয় দিবস (১৬ ডিসেম্বর) বোঝানো হয়েছে।
২। মূল মঞ্চে ২১ টি করে আড়া-আড়ি দাগ রয়েছে ২১ ফেব্রুয়ারি বোঝাতে।
৩। উঠতে -নামতে ৫টি সিড়ি দ্বারা মহান স্বাধীনতার ৫ টি গুরুত্বপূর্ণ ধাপ বোঝানো হয়েছে।
৪। দু'পাশের ৬ ফুট লম্বা দেয়াল ছয় দফা আন্দোলন নির্দেশ করে।
৫। দ'পাশের ৭ ফুট লম্বা দুটি দেয়াল দ্বারা যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ৭ জন বীরশ্রেষ্ঠকে বোঝানো হয়েছে।
৬। সাড়ে ৯ ফুট দুটি পিলার দ্বারা সাড়ে নয় মাসের যুদ্ধ এবং ১১ ফুট ব্যবধান দ্বারা ১১ টি সেক্টর উল্লেখ করে বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল বসানো হয়েছে।
৭। সবার উপরে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
শিক্ষনীয় এই তথ্যগুলো স্বচক্ষে উপভোগ করার আমন্ত্রণ রইল।
(মোঃ জাহাঙ্গীর আলম)
উপজেলা নির্বাহী অফিসার
সাঁথিয়া,পাবনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS