ভৌগলিক পরিচিতি-
আয়তন ও অবস্থান : সাথিয়া উপজেলার আয়তন ৩৩১-৫৬ বর্গ কিলোমিটার যার মধ্যে নদী এলঅকার আয়তন ২.২৮ বর্গ কিলোমিটার। এটি ২৩ ডিগ্রী ৫৮ মিনিটি হতে ২৪ ডিগ্রী ০৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রী ৩৭ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
নদ- নদী : ইছামতি এবং আত্রাই নদীর সমন্বয়ে এই সাঁথিয়া। এখানকার জলবায়ু নাতিশীতোঞ্চ। এখানখার ভূমি সমতল।
সীমানা : উত্তরে – ফরিদপুর ও শাহজাদপুর উপজেলা, দক্ষিনে-সুজানগর উপজেলা, পূ্বে বেড়া উপজেলা এবং পশ্চিমে পাবনা সদর ও আটঘরিয়া উপজেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS