সেপ্টেম্বর/২০১৪ মাসের উপজেলা পরিষদ সভার কার্য-বিবরণী
সভাপতি ঃ জনাব মুহাম্মদ মোখলেছুর রহমান
উপজেলা পরিষদ চেয়ারম্যান
সাঁথিয়া, পাবনা।
তারিখ ঃ ১৪/০৯/২০১৪ খ্রিঃ।
সময় ঃ সকাল-১১.৩০ ঘটিকা।
সহান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ, সাঁথিয়া, পাবনা।
(উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘‘ক’’ দ্রষ্টব্য)
উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব মুহাম্মদ মোখলেছুর রহমান এঁর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরম্ন হয়। তিনি সকলকে সভার শুরম্নতে স্বাগত জানান । তিনি জানান উপজেলা পরিষদ নির্বাচনের পর মাননীয় সংসদ সদস্য, ৬৮-পাবনা-১ ও উপদেষ্টা, উপজেলা পরিষদ মহোদয় শত ব্যসত্মতার মাঝে মাসিক সভায় প্রথম উপস্থিত হয়েছেন। এজন্য তিনি তাঁকে আমত্মরিক ধন্যবাদ জানান। তিনি উপদেষ্টা মহোদয়কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করেন।
মাননীয সংসদ সদস্য, ৬৮-পাবনা-১ ও উপজেলা পরিষদ সভায় উপস্থিত সকল সদস্যেকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচিত হন। তিনি জানান নির্বাচনের আগে সারাদেশে সহিংসতা দেখা গেছে কিন্তু সাঁথিয়া উপজেলায় কোন দুর্ঘটনা ঘটেনি। তিনি জানান পবিত্র ঈদ-উল-আযহা এবং হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গোৎসব পালিত হতে যাচ্ছে। তিনি জানান দুটি উৎসব পাশাপাশি পালিত হবে তাই আইন-শৃংখলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান যাতে কোন দুর্ঘটনা না ঘটে। তিনি জানান শিক্ষাই জাতির মেরম্নদন্ড তাই শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার মান উন্নয়নের নিমিত্ত সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি মাদকের বিরম্নদ্ধে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে সাড়াশি অভিযান পরিচালনার পরামর্শ দেন। এছাড়া বেড়া-মাধপুর ইছামতি নদীর কুচুরীপানা পরিস্কার করণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
মাননীয় উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের পর সভাপতি মহোদয় গত সভার কার্য-বিবরণী পাঠ করে শুনানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার গত সভার কার্য-বিবরণী পাঠ করে শুনান। কার্য-বিবরণীর উপর কারও কোন সংশোধনী/আপত্তি থাকলে তা উলেস্নখ করার জন্য অনুরোধ করা হয়। কোন সংশোধনী ব্যতিরেকে বিগত সভার কার্য-বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন ও দৃঢ়করণ করা হয়।
ক্রমিক নং | বিভাগের নাম | আলোচনা | সিদ্ধামত্ম | |||
১. | উপজেলা কৃষি অফিস | উপজেলা কৃষি অফিসার সভায় জানান, চলতি রোপা আমন মৌসুমে লÿ্যমাত্রার চেয়ে প্রায় ৭,০০০ হেক্টর জমিতে বেশি রোপা-আমন আবাদ হয়েছে। এর জন্য অতিরিক্ত ১৬০ মেঃ টন ইউরিয়া সার বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ কৃষকের মাঝে সরবরাহ করা হচ্ছে। অতি জরম্নরীভিত্তিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ সমাপ্ত করার নির্দেশনা থাকায় ইউপি চেয়ারম্যানগণের নিকট হতে সহযোগিতা কামনা করেন। | - | |||
২. | স্বাস্থ্য বিভাগ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক ও সমেত্মাষজনক। |
| |||
৩. | প্রকৌশল দপ্তর | উপজেলা প্রকৌশলী সভায় জানান, চলতি মওসুমে অতি বৃষ্টির কারণে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভ্যমত্মরে রাসত্মাঘাটসমূহ ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ জানিয়েছেন। তিনি জানান চেয়ারম্যানগণের আবেদনের প্রেক্ষিতে রাসত্মাসমূহ পরিদর্শন করা হয়েছে। জরম্নরীভিত্তিতে রাসত্মাসমূহ মেরামত করা প্রয়োজন। তিনি রাসত্মাঘাটের নাম ও সম্ভাব্য প্রাক্কলিত দর সভায় উপস্থাপন করেন। |
| |||
|
| ক্রঃ নং | ইউনিয়নের নাম | প্রকল্পের নাম | প্রাক্কলিত দর |
|
|
| ০১. | নাগডেমরা | সোনাতলা বাজারের রাসত্মা মেরামত ও ড্রেন নির্মাণ করে উন্নয়ন। | ১,০০,০০০/- |
|
|
| ০২. | ধুলাউড়ি | রাউতি আধারিয়ার বিলের বাঁধ ও পিড়াহাটি রাসত্মা মেরামত | ১,০০,০০০/- |
|
|
| ০৩. | ভুলবাড়ীয়া | তেবাড়ীয়া-স্বরগ্রাম ও হরিপুর মাদ্রাসার রাসত্মা মেরামত | ১,০০,০০০/- |
|
|
| ০৪. | ধোপাদহ | সলঙ্গী আমজাদের বাড়ী হতে নজরম্নলের বাড়ী পর্যমত্ম ডবিস্নউ.বি.এমকরণ | ১,০০,০০০/- |
|
ক্রঃ নং | বিভাগের নাম | আলোচনা | সিদ্ধামত্ম | |||
|
| ০৫. | নন্দনপুর | ৪ নং ওয়ার্ডের আজিজুলের বাড়ি হতে মোফাজ্জলের বাড়ি পর্যমত্ম রাসত্মা ডবিস্নউ.বি.এম করণ। | ১,০০,০০০/- |
|
|
| ০৬. | গৌরীগ্রাম | ঘুঘুদহ বাজার হতে ঘুঘুদহ পূর্বপাড়া নরেন দাসের বাড়ি পর্যমত্ম মাটি ভরাটকরণ। | ১,০০,০০০/- |
|
|
| ০৭. | ক্ষেতুপাড়া | ক্ষেতুপাড়া হতে রায়েকমারী ভায়া বালিয়াকান্দি রাসত্মা খোয়া বালু দ্বারা উন্নয়ন। | ১,০০,০০০/- |
|
|
| ০৮. | কাশিনাথপুর | পাইকরহাটি শহীদনগর নিরম্ন মোলস্নার বাড়ী হতে ব্রীজ পর্যমত্ম রাসত্মা সংস্কার | ১,০০,০০০/- |
|
|
| ০৯. | আর-আতাইকুলা | রঘুনাথপুর মন্ডলপাড়া মসজিদ হতে হামিদ মন্ডলের মন্ডলের বাড়ি পর্যমত্ম রাসত্মা এইচ.বি.বি করণ | ১,০০,০০০/- |
|
|
| রাজস্ব তহবিলের অর্থে প্রকল্প গ্রহণ সংক্রামেত্ম উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ১৩/১০/২০০৯ তারিখে উজে-২/এম-১৬/২০০২/৭০১ নং স্মারকে জারীকৃত উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকায় প্রকল্প গ্রহণ এবং বাসত্মবায়নের নিয়মাবলি বর্ণিত হয়েছে। তিনি জানান যে উক্ত নির্দেশিকার ৫(খ) নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে উন্নয়ন প্রকল্পের পরিচালনা ও সংরক্ষণ এর উদ্দেশ্যে রাজস্ব তহবিল হতে ব্যয় নির্বাহ করা যাবে। তবে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সকল সদস্য উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে অতি বর্ষণজনিত কারণে ভেঙ্গে যাওয়া সড়ক ও কালভার্টসমূহ মেরামত এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহকে আরও গতিশীও সেবামুখী করণের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। উপজেলা প্রকৌশলী সভায় জানান যে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এতদসংক্রামেত্ম ২৬,০০,০০০/- টাকার প্রকল্প দাখিল করেছেন। প্রকল্পসমূহ যাঁচাই-বাছাই করা হয়েছে এবং অনুমোদনযোগ্য মর্মে তিনি মতামত দেন। | বিসত্মারিত আলোচনামেত্ম প্রকল্পসমূহ চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে বাসত্মবায়নের নিমিত্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহিত হয়। | |||
৪. | উপজেলা শিক্ষাঅফিস | উপজেলা শিক্ষাকর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। তিনি আসন্ন প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্য সংশিস্নষ্ট সকলের আমত্মরিক সহায়তা কামনা করেন। | - | |||
৫. | উপজেলা প্রাণি সম্পদ অফিস | উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
| |||
৬. | উপজেলা পরিবার পরিকল্পনা অফিস | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মোট সক্ষম দম্পতি ৮৯৯৮১, মোট গ্রহণকারী-৭৩৬৮৬, গ্রহণকারীর হার-৮১.৮৯%। স্থায়ী পদ্ধতি অর্জনের হার-২৭.৯৭%, আই.ইউ.ডি-৪৭.৬৯%, ইমঃ ২১.১৪%। |
| |||
৭. | উপজেলা মৎস্য বিভাগ | উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। |
| |||
৮. | জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর। | উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
| |||
৯. | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - | |||
১০. | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস | উপজেলা শিক্ষা কর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
| |||
১১. | উপজেলা সমাজসেবা কর্মকর্তার দপ্তর | উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
| |||
১২. | উপজেলা পলস্নী উননয়ন অফিস | উপজেলা পলস্নী উননয়ন কর্মকর্তা জানান যে, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ বিআরডিবির সকল প্রকল্প ও কর্মসূচীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। | - | |||
১৩. | উপজেলা যুব উননয়ন অফিস | উপজেলা যুব উননয়ন কর্মকর্তা সভায় জানান যে, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
ক্রমিক নং | বিভাগের নাম | আলোচনা | সিদ্ধামত্ম |
১৪. | উপজেলা সমবায় অফিস | উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় কাজ স্বাভাবিক চলছে। |
|
১৫. | উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার দপ্তর | উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সভায় জানান, বিভাগীয় কাজ স্বাভাবিক চলছে। | - |
১৬. | বি এ ডি সি অফিস | সহকারী প্রকৌশলী বিএডিসি জানান যে, বিভাগীয় কাজ স্বাভাবিকভাবে চলছে। |
|
১৭. | উপজেলা পরিসংখ্যান অফিস | উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় জানান তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
১৯. | উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান যে, বিভাগীয় কাজ স্বাভাবিকভাবে চলছে। |
|
২০. | উপজেলা নির্বাচন কর্মকর্তা | উপজেলা নির্বাঢন কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় কাজ স্বাভাবিকভাবে চলছে। |
|
২১. | উপজেলা আনসার ও ভিডিপি অফির | উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সভায় জানান যে, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
২২. | উপজেলা রিসোর্স সেন্টার | ইন্সট্রাক্টও (ভাঃ), উপজেলা রিসোর্স সেন্টার সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
২৩. | বনবিভাগ | বন বিভাগের কোন কর্মকর্তা সভায় উপসিহত না থাকায় বিভাগীয় আলোচনা করা সম্ভব হয় নাই। |
|
২৪. | উপজেলা হিসাব রক্ষণ অফিসার | উপজেলা হিসাব রক্ষণ অফিসার সভায় জানান, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
২৫. | প্রকল্প কর্মকর্তা আরএলপি | প্রকল্প কর্মকর্তা সভায় জানান, তাঁর দপ্তরের কাজ স্বাভাবিক চলছে। |
|
২৬. | জনপ্রতিনিধি |
|
|
(১) | চেয়ারম্যান ধোপাদহ ইউপি | চেয়ারম্যান ধোপাদহ ইউপি সভায় জানান, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
(২) | চেয়ারম্যান নাগডেমরা ইউপি | চেয়ারম্যান নাগডেমরা ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
(৩) | চেয়ারম্যান গৌরীগ্রাম ইউপি | চেয়ারম্যান গৌরীগ্রাম ইউপি সভায় জানান যে, উপজেলা পরিষদের নির্বাচনের পর মাননীয় সংসদ সদস্য, ৬৮-পাবনা-১ ও উপদেষ্টা উপজেলা পরিষদ এই প্রথম যোগদান করেছেন। তিনি উপদেষ্টা মহোদয়ের উপদেশমূলক বক্তব্য প্রদানের জন্য আমত্মরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়া তিনি জানান অত্র উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ আধুনিকায়ন করার জন্য মতামত ব্যক্ত করেন। |
|
(৪) | চেয়ারম্যান করমজা ইউপি | চেয়ারম্যান করমজা ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
(৫) | চেয়ারম্যান নন্দনপুর ইউপি | চেয়ারম্যান নন্দনপুর ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। |
|
(৬) | চেয়ারম্যান ভুলবাড়ীয়া ইউপি | চেয়ারম্যান ভুলবাড়ীয়া ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - |
(৭) | চেয়ারম্যান ধুলাউড়ি ইউপি | চেয়ারম্যান ধুলাউড়ি ইউপি সভায় জানান, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - |
(৮) | চেয়ারম্যান ক্ষেতুপাড়া ইউপি | চেয়ারম্যান ক্ষেতুপাড়া ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - |
(৯) | চেয়ারম্যান কাশিনাথপুর ইউপি | চেয়ারম্যান কাশিনাথপুর ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - |
(১০) | চেয়ারম্যান, আর/ আতাইকুলা ইউপি | চেয়ারম্যান কাশিনাথপুর ইউপি সভায় জানান যে, তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক চলছে। | - |
ক্রঃ নং | বিভাগের নাম | আলোচনা | সিদ্ধামত্ম | |||
(১১) | মহিলা ভাইস চেয়ারম্যান | মহিলা ভাইস চেয়ারম্যান সভায় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান। তিনি সভায় মাননীয় সংসদ সদস্য, ৬৮-পাবনা-১ ও উপদেষ্টা উপজেলা পরিষদ প্রথম উপস্থিত হওয়ায় আমত্মরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন। |
| |||
২৭. | বিবিধ আলোচনা |
|
| |||
| (১) | উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, উপজেলা পরিষদের হাট-বাজারসমূহ ইজারা প্রদানের নিমিত্ত ৪র্থ বার ইজারা বিজ্ঞপ্তি জারী করা হয়। বিজ্ঞপ্তিটি ০১(এক) জাতীয় ও ০১(এক) টি স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে সংশিস্নষ্ট পত্রিকা কর্তৃপক্ষগণ সর্বমোট ২০,০৩১/২৮ টাকার বিল দাখিল করেছেন। বিলগুলি প্রদান করা প্রয়োজন। এছাড়া উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন পুকুর ইজারা প্রদানের নিমিত্ত ইজারা বিজ্ঞপ্তি জারী করা হয়। জারীকৃত বিজ্ঞপ্তিটি একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে পত্রিকা কর্তৃপক্ষ ১৪,৭২০/-টাকার বিল দাখিল করেছেন। বিলটি পরিশোধ করা প্রয়োজন। | বিসত্মারিত আলোচনামেত্ম উপজেলা রাজস্ব তহবিল হতে বিজ্ঞাপনের বিল পরিশোধ বাবদ ২০,০৩১/২৮ ও ১৪,৭২০/- টাকার বিল প্রদানের সিদ্ধামত্ম সর্বসম্মতিক্রমে গৃহিত। | |||
| (২) | উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, উপজেলা পরিষদের ০২ (দুই) টি পুকুর এবং শালঘর ০১(এক) টি খাস পুকুর বাংলা ১৪২১-১৪২৩ মেয়াদে ইজারা প্রদানের নিমিত্ত গত ০৫/০৯/২০১৪ খ্রিঃ তারিখ ০৩(তিন) টি পর্যায়ে ইজারা ২য় বার বিজ্ঞপ্তি জারী করা হয়। জারীকৃত ইজারা বিজ্ঞপ্তি বিপরীতে ১ম পর্যায়ে ০৪ টি দরপত্র দাখিল হয় । দাখিলকৃত ০৪(চার) টি দরের তুলনামূলক বিবরণী নিমণরূপঃ- | বিসত্মারিত আলোচনামেত্ম ১ নং পুকুরের সর্বোচ্চ দরদাতা জনাব শ্রী গোবিন্দ চন্দ্র হলদার, সাঁথিয়া, পাবনা ও ২ নং পুকুরের সর্বোচ্চ দরদাতা জনাব মোঃ রেজাউল করিম, কোনাবাড়ীয়া, সাঁথিয়া, পাবনা এর অনুকূলে পুকুর ২টি ১৪২১-১৪২৩ বাংলা সন মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধামত্ম সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। | |||
পুকুরের নাম | দরদাতার নাম | ধার্যকৃত দর | উদ্বৃত দর | |||
১ নং পুকুর | শ্রী গোবিন্দ চন্দ্র হলদার গ্রাম-সাঁথিয়া সাঁথিয়া, পাবনা। | ৭০,০০০/- | ৮২,৫০০/- | |||
| মোঃ রেজাউল করিম গ্রাম- কোনাবাড়ীয়া সাঁথিয়া, পাবনা। | -ঐ- | ৭১,৫০০/- | |||
২ নং পুকুর | শ্রী গোবিন্দ চন্দ্র হলদার গ্রাম-সাঁথিয়া সাঁথিয়া, পাবনা। | ১৫,০০০/- | ১৫,,১০০/- | |||
| মোঃ রেজাউল করিম গ্রাম- কোনাবাড়ীয়া সাঁথিয়া, পাবনা। | -ঐ- | ২০,৫০০/- | |||
তিনি জানান ১ নং পুকুর জনাব শ্রী গোবিন্দ চন্দ্র হলদার, সাঁথিয়া, পাবনা সর্বোচ্চ দর ৮২,৫০০/- টাকা ও ২ নং পুকুর জনাব মোঃ রেজাউল করিম, কোনাবাড়ীয়া, সাঁথিয়া, পাবনা সর্বোচ্চ দর ২০,৫০০/- দাখিল করায় এবং দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাঁদের অনুকূলে পুকুর ২টি ১৪২১-১৪২৩ বাংলা সন মেয়াদে ইজারা প্রদানের নিমিত্ত বিসত্মারিত আলোচনা করেন। |
|
ক্রমিক নং | বিভাগের নাম | আলোচনা | সিদ্ধামত্ম |
| (৩) | উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, উপজেলা পরিষদের নিরাপত্তা রক্ষার কাজে ০৯/০৯/২০১৪ তারিখ হতে ১৩/০৯/২০১৪ তারিখ পর্যমত্ম ৫ দিন ০১ জন পিসি ও ১ জন আনসার সদস্য নিয়োগ করা প্রয়োজন। উক্ত দায়িত্ব পালনের জন্য আনসারদের ভাতাদি প্রদানের ফারক্ষতি হিসেবে প্রায়-৩,৪০০/- টাকার প্রয়োজন হবে। | বিসত্মারিত আলোচনামেত্ম উপজেলা রাজস্ব তহবিল হতে আনসার- ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন শেষে দাখিলকৃত বিল পরিশোধের সিদ্ধামত্ম সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। |
২৮. | চেয়ারম্যান, উপজেলা পরিষদ | চেয়ারম্যান, উপজেলা পরিষদ মহোদয় সভায় উপস্থিত মাননীয় সংসদ সদস্য, ৬৮-পাবনা-১ মহোদয়কে আমত্মরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জানান মাননীয় সংসদ সদস্য মাঝে মাঝে উপজেলা পরিষদ সভায় উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করলে চলার পথ সুগম হবে। এছাড়া তিনি অত্র উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড যথাযথভাবে বাসত্মবায়নের লক্ষে উপস্থিত সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। |
|
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপজেলার সার্বিক কর্মকান্ডে বিভাগীয় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয়ের মাধ্যমে বাসত্মবায়নের প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
| স্বাক্ষরিত/- (মুহাম্মদ মোখলেছুর রহমান ) চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাঁথিয়া, পাবনা। |
উপজেলা পরিষদ কার্যালয়
সাঁথিয়া, পাবনা।
স্মারক নং-০৫.৪৩.৭৬৭২.০০০০.০৭.০০১.১৪-১১৭০(৫০) তারিখঃ ১৪/০৯/২০১৪ খ্রিঃ।
সদয় অবগতি/ অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ
০১। এ্যাডভোকেট শামসুল হক টুকু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, পাবনা-১ ।
০২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পলস্নী উননয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৩। বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী।
০৪। জেলা প্রশাসক, পাবনা।
০৫। উপ-পরিচালক, স্থানীয় সরকার, পাবনা।
০৬। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাঁথিয়া, পাবনা।
০৭। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাঁথিয়া, পাবনা।
০৮। .........................................................................................................................................
.....................................................................................................................................।
| স্বাক্ষরিত/- (মোঃ শফিকুল ইসলাম) উপজেলা নির্বাহী অফিসার সাঁথিয়া, পাবনা। ফোন-০৭৩২৭-৫৬১০১ ই-মেইল- unosanthia@mopa.gov.bd |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS