সড়ক যোগাযোগই সাঁথিয়ার মূল এবং একমাত্র যোগাযোগ ব্যবস্থা; এখানে কোন নদীপথ বা রেলপথ নেই।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক সমুহঃ
১। এন - ৬ ঃ কাশিনাথপুর - দাশুরিয়া সড়ক - ৬২ কিলোমিটার।
২। জেলা সড়কঃ মাধপুর - সাঁথিয়া - বেড়া সড়ক - ২২.৩০ কিলোমিটার
আতাইকুলা (পাবনা - নাটোর মহা সড়ক) - সুজানগর সড়ক - ১০.৬৮ কিলোমিটার
চিনাখরা বিশ্বরোড - ক্ষেতু পাড়া - বিল মহিষা - সাঁথিয়া সড়ক - ১৪.০০ কিলোমিটার
এলজিইডির আওতাধীন সড়ক সমুহ-
উপজেলা সড়কঃ মোট ৯০.৭৩ কিলোমিটার উপজেলা সড়ক রয়েছে তন্মধ্যে ৬৪.৬৪ কিলোমিটার পেভমেন্ট
এবং ২৬.০৯ কিলোমিটার মাটির রাস্তা।
ইউনিয়ন সড়কঃ মোট ১১৮.৩৩ কিলোমিটার ইউনিয়ন সড়ক রয়েছে, তন্মধ্যে ৬২.১১ কিলোমিটার
পেভমেন্ট এবং ৫৬.২২ কিলোমিটার মাটির রাস্তা।
গ্রামীণ সড়ক (টাইপ_এ ): মোট ২৮৯.০৮ কিলোমিটার গ্রামীণ এ টাইপ সড়ক ; তন্মধ্যে ৫৭.৬৫ কিলোমিটার
পেভমেন্ট এবং ২৩১.৪৩ কিলোমিটার মাটির রাস্তা।
গ্রামীণ সড়ক ( টাইপ_বি): মোট ১৯৬.৫৩ কিলোমিটার গ্রামীণ বি টাইপ সড়ক; তন্মধ্যে ১৩.৯৫
কিলোমিটার পেভমেন্ট এবং ১৮২.৫৮ কিলোমিটার মাটির রাস্তা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS