রাজা পার্বতী রায় ক্ষেতুপাড়ার জমিদার ছিলেন। তিনি ১৫৪টি মৌজার জমিদারী পরিচালনা করেন। তিনি ১৯৫২ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত ২৮ বছর জমিদারী পরিচালনা করেন। তার ৪ পুত্র ছিল; ১মপুত্র- ব্যামা চরণ,,২য় পুত্র- শ্যামা চরণ, ৩য় পুত্র- প্রমোদা চরণ এবং ৪র্থ পুত্র- হরেন্দ্র । এরা সবাই পাবনার কাচারী পাড়ায় গ্লোব ম্যানশনে বসবাসরত অবস্থায় মৃতুবরণ করেন। পার্বতী রায়ের ২য়ঢ পুত্র শ্যামাচরণ রায় প্রায় ৭/৮ বছর জমিদারী পরিচালনা করেন।
অবস্থান:
পাবনা - কাশিনাপুর -নগড়বাড়ি মহা সড়কের চিনাখড়া নামক স্থান হতে চিনাখড়া-ক্ষেতুপাড়া-গৌরিগ্রাম-সাঁথিয়া সড়কের ক্ষেতুপাড়া নামক স্থানে এই জমিদার বাড়ীর অবস্থান। এটির পর্যটন সম্ভাবনা রয়েছে। পৃস্ঠপোষকতা প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS